Print Date & Time : 7 July 2025 Monday 2:18 am

এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

শেয়ার বিজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান, তার স্ত্রী নাজমা রহমান, ছেলে ফুয়াদ এন এ রহমান ও ফারাবী এন এ রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুদক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, মো. নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও বদলী বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
অনুসন্ধানকালে বিশ্বস্থ সূত্র জানা যায় যে, নজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।