Print Date & Time : 26 August 2025 Tuesday 11:10 pm

এনবিআরে চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে: অর্থ উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক : এনবিআর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ভালোর জন্যই এনবিআর সংস্কার করা হয়েছে জানিয়ে আগামীকাল বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অর্থনীতি ঠিক রাখতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হয়। সেটি থাকায় ঋণদাতা সংস্থাগুলা ঋণে ছাড় দিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগের গতি এখন কম থাকলেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো । দেশের অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার প্রভাব পড়েনি বলেও জানান ড. সালেহউদ্দিন । বলেন, আগের মূল্যেই তেলসহ সব আমদানি করা হচ্ছে।