এনবিআরে মূসক পরামর্শক পরীক্ষা অনুষ্ঠিত

মূল্য সংযোজন কর (মূসক) ও সম্পূরক শুল্ক আহরণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সহায়তা করার লক্ষ্যে প্রতি বছর মূসক পরামর্শক লাইসেন্স দেয়া হয়। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ১১৫ জনকে চূড়ান্তভাবে লাইসেন্সের জন্য মনোনীত করা হয়। এদের মধ্যে রাজধানীর সেগুনবাগিচার ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস ট্রেনিং হাউসে গত শুক্রবার ৭১ জন লাইসেন্সপ্রাপ্তদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑজাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার মো. আকবর হোসাইন, অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, উপ-কমিশনার একেএম সুলতান মাহমুদ ও রাজস্ব কর্মকর্তা মো. ইব্রাহীম হোসাইন। বিজ্ঞপ্তি