Print Date & Time : 7 July 2025 Monday 10:06 am

এনবিআর চেয়ারম্যানের সৈয়দপুর রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম নীলফামারীর সৈয়দপুর শহরের রয়্যালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টায় শহরের নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নোয়া গ্রুপের ওই শিল্পপ্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন তিনি।

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (কর নীতি) ড. সামস্ উদ্দিন আহমেদ, সদস্য (মুসক নীতি) মিস জাকিয়া সুলতানা ও চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ নায়িরুজ্জামান তার সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে এনবিআর চেয়ারম্যান রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজ নামের শিল্প প্রতিষ্ঠানটির উৎপাদনসহ সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, দেশের এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বহির্বিশ্বে বাংলাদেশকে পরিচিত করছে। তাই তিনি এসব শিল্পপ্রতিষ্ঠানের জন্য আমদানিকৃত কাঁচামালে ভ্যাট ও শুল্ক ছাড় দেয়ার প্রতিশ্রুতি দেন। পরে তিনি প্রতিষ্ঠানের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

এর আগে এনবিআর আবু হেনা মো. রহমাতুল মুনিম রয়্যালেক্স মেটাল ইন্ডাট্রিজে এসে পৌঁছলে শিল্পপ্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পূজা দেবী পোদ্দার তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এ সময় নোয়া গ্রুপের চেয়ারম্যান রাজকুমার পোদ্দার রাজু, ব্যবস্থাপনা পরিচালক গোকুল কুমার পোদ্দার, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী মো. শফিকুল ইসলাম ডাবলু ও শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।