Print Date & Time : 6 July 2025 Sunday 12:35 am

এনবিআর চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়েছে বিড়ি মালিক-শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর বরিশাল আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতি ও বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। শুক্রবার বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হাকিম এর নেতৃত্বে বরিশাল কর কমিশনারের কার্যালয়ের সামনে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এর কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।

স্মারকলিপিতে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির উপর অর্পিত ১০ শতাংশ অগ্রিম আয়কর প্রত্যাহার, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেখে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া, কাস্টমস্ কর্তৃপক্ষকে আইনী প্রক্রিয়ায় নকল বিড়ি বন্ধে পদক্ষেপ নেওয়া এবং বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিক ও মালিকদের সুরক্ষা আইন প্রণয়ন করার দাবি জানানো হয়।