নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্নিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে রোববার (২৬ এপ্রিল) থেকে খোলা হয়েছে। এরই অংশ হিসেবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সব অফিস ও জাতীয় সঞ্চয় অধিদপ্তরের জেলা, উপজেলা পর্যায়ের সব অফিস খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকারী সচিব মো. সামীম আহসান সই করা অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, দেশব্যাপী করানোভাইরাস (কোভিড-১৯) মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধকল্পে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল এবং ৩ মে হতে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ষোষণা করেছে। উক্ত ছুটির সঙ্গে আগামী ১ ও ২ মে সাপ্তাহিক ছুটিও সুংযুক্ত থাকবে।
উক্ত ছুটিকালীন জরুরি প্রয়োজনে এ বিভাগ (অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) এবং এ বিভাগের অধীনস্থ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের দফতরসমূহ খোলা রাখার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিভাগকে অনুরোধ করা হয়েছে।
‘এ পরিস্থিতে উক্ত ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), জাতীয় সঞ্চয় অধিদফতর, ট্যাকসেস ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালকে তাদের আওতাধীন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ের দফতরসমূহ খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। এনবিআরের আওতাধীন ভ্যাট ও আয়কর অফিস বন্ধ থাকলেও খোলা রয়েছে সব কাস্টমস হাউস ও কাস্টমস স্টেশন। প্রথম অবস্থায় সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হয়। মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষধ, চিকিৎসা সামগ্রী খালাসে খোলা রাখা হয়। সম্প্রতি তা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে এনবিআর নির্দেশ দেয়। সেজন্য সব কাস্টমস হাউস ও স্টেশনে দাপ্তরিক কাজ স্বাভাবিক রয়েছে। পুরোধমে চলছে আমদানি-রপ্তানির কাজ।
আরো পড়ুন-করোনা ‘যোদ্ধা’ কাস্টমস
এদিকে করোনাভাইরাস পরিস্থিতিতে সরকারের সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্নিষ্ট সব সরকারি অফিস সীমিত পরিসরে আজ থেকে খোলা হয়েছে। শুধু ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার আগের নির্দেশনা প্রত্যাহার করে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে প্রজ্ঞাপন অনুযায়ী আজ থেকে তা কার্যকর হয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখায় নির্দেশনা দেয়ার পর ওই তালিকার বাইরে থাকা কোনো কোনো মন্ত্রণালয় আমাদের জানায়, তারাও সীমিত পরিসরে অফিস খোলা রেখে কাজ করছে। এখন আমরা কোনো মন্ত্রণালয়, বিভাগ বা সরকারি অফিসের নাম নির্দিষ্ট না করে দিয়ে বলছি, জরুরি সেবার সঙ্গে সংশ্নিষ্ট সব সরকারি অফিস এই ছুটির মধ্যে সীমিত পরিসরে খোলা থাকবে।’