এনভয়টেক্সের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ: মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের শীর্ষস্থানীয় কোম্পানি এনভয়টেক্স লিমিটেড তাদের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে উল্লেখযোগ্য উন্নতির চিত্র দেখিয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, জানুয়ারি-মার্চ ২০২৫ সময়ে এনভয়টেক্সের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ২.৪৪ টাকা, যা গত বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ ২০২৪) ছিল ১.১৮ টাকা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত নয় মাসের হিসেবে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) দাঁড়িয়েছে ৬.০৩ টাকা। এর বিপরীতে গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৩-মার্চ ২০২৪) ইপিএস ছিল ২.৬২ টাকা। এই হিসেবেও কোম্পানিটি মুনাফার ক্ষেত্রে বেশ ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে।

শুধু মুনাফাই নয়, এনভয়টেক্সের নীট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারও (এনওসিএফপিএস) বৃদ্ধি পেয়েছে। জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত এনওসিএফপিএস দাঁড়িয়েছে ৩.২৭ টাকা, যা এর আগের অর্থবছরের একই সময়ে ছিল ৩.০৫ টাকা।

কোম্পানির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্যও (এনএভি) বেড়েছে। ৩১ মার্চ ২০২৫ তারিখে এনভয়টেক্সের শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ৫৫.৯৫ টাকা, যা ৩০ জুন ২০২৪ তারিখে ছিল ৫১.৯৩ টাকা।

আর্থিক বিশ্লেষকদের মতে, এনভয়টেক্সের এই ইতিবাচক আর্থিক ফলাফল বস্ত্র খাতে কোম্পানিটির শক্তিশালী অবস্থান এবং কার্যকর ব্যবস্থাপনার প্রতিফলন। আগামীতে কোম্পানিটি এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারবে বলে আশা করা যাচ্ছে।