নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পাঁচ বছর সিরিজ জিরো কুপন এই বন্ডের ফেস ভ্যালু ২০০ কোটি টাকা। অবশ্য ডিসকাউন্টের কারণে কোম্পানিটি ১৬৮ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা পাবে। তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে এনভয় টেক্সটাইল। বন্ডের মেয়াদ হবে ৫ বছর।
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে এই বন্ড। জিরো কুপন বন্ডটি ব্যাংক গ্যারান্টি ব্যাকড, রিডেম্বল, নন-কনভার্টেবল। বন্ডটির ডিসকাউন্ট রেঞ্জ ৬.৫০% থেকে ৭.৫০% পর্যন্ত। একজন বিনিয়োগকারীকে আনুপাতিকভাবে ১০টি মেয়াদে সদস্যপদ নিতে হবে। বন্ধের তারিখ হতে ষষ্ঠতম মাসের শেষ থেকে বন্ড পরিশোধ শুরু করা হবে এবং ১০টি অর্ধবার্ষিক ধাপে তা খালাস করা হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনসাপেক্ষে এই বন্ড ইস্যু করবে কোম্পানিটি।

Print Date & Time : 11 August 2025 Monday 12:11 am
এনভয় টেক্সটাইলের বন্ড ইস্যুর সিদ্ধান্ত
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: