Print Date & Time : 18 August 2025 Monday 1:42 pm

এনসিসি ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদের নেতৃত্বে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা প্রধান কার্যালয়ের মুজিব কর্নারে জাতির পিতা ও ১৫ আগস্টে শহিদ সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিজ্ঞপ্তি