Print Date & Time : 4 September 2025 Thursday 10:37 am

এনসিসি ব্যাংকের ডিএমডি হলেন মাহবুব আলম

মো. মাহবুব আলম এনসিসি ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতির আগে তিনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে ওই ব্যাংকের করপোরেট বিজনেস ইউনিটের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়া ২০১৭ সালের জানুয়ারি মাসে এনসিসি ব্যাংকে যোগদানের পর তিনি গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মাহবুব আলম ১৯৯৬ সালে উত্তরা ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং যমুনা ব্যাংক লিমিটেডে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। এসব ব্যাংকে বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং শাখা ব্যাংকিংয়ে তার ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি