Print Date & Time : 29 July 2025 Tuesday 12:24 pm

এনসিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংকের দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১২৫টি শাখা এবং ছয়টি উপশাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, প্রাক্তন চেয়ারম্যান এস এম আবু মহসিন, পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি