এনসিসি ব্যাংকে ই-পেমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

এনসিসি ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের জন্য ‘ই-পেমেন্ট অব কাস্টমস ডিউটি, ফি, ট্যাক্স থ্রু আরটিজিএস সিস্টেম’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এসভিপি সৈয়দ হাসনাইন মামুন, ভিপি মো. রাশিদুল হাসান, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের প্রোগ্রামার শেখ ইবনে মাসুদ এবং সোনালী ব্যাংকের গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিসেস ডিভিশনের প্রিন্সিপাল অফিসার মো. ইউসুফ মাহমুদ দেওয়ান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি