এনসিসি ব্যাংকে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকে ‘সাসটেইনেবল ফাইন্যান্স: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটিস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা সম্প্রতি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, মো. মাহবুব আলম, মো. জাকির আনাম ও এম আশেক রহমান, ঢাকা বিভাগের বিভিন্ন করপোরেট শাখার ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানরাসহ মোট ৪০ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি