এনসিসি ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকরা ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের রুম ট্যারিফে ৫০ শতাংশ ও রেস্টুরেন্টে ১০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় পাবেন। সম্প্রতি এনসিসি ব্যাংক ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে এ-সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর হয়। এনসিসি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান খালেদ আফজাল রহিম ও ওশান প্যারাডাইসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ ইমরান হুমায়ুন খান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় এনসিসি ব্যাংকের ডিএমডি খন্দকার নাইমুল কবির, এজেডএম সালেহ ও মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
