এনসিসি ব্যাংক লিমিটেডের ক্রেডিট কার্ডের গ্রাহকরা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মেডিগাইড ইন্টারন্যাশনালের মাধ্যমে বিশ্বসেরা মেডিকেল সেন্টারগুলোর কাছ থেকে ‘মেডিকেল সেকেন্ড ওপিনিয়ন সার্ভিস’ সুবিধা পাবেন। সম্প্রতি এনসিসি ব্যাংক এবং মেডিগাইড ইন্টারন্যাশনালের বাংলাদেশের প্রতিনিধি প্রতিষ্ঠান ইউক্লিড ম্যানেজমেন্ট কনসালট্যান্টসের মধ্যে এ-সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। মেডিগাইড ইন্টারন্যাশনালের গ্রুপ সিইও পল এম ভার্মিউলেনের উপস্থিতিতে (ভার্চুয়াল) এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ ও ইউক্লিড ম্যানেজমেন্ট কনসালট্যান্টসে ব্যবস্থাপনা অংশীদার তীর্থাম দেব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি
