Print Date & Time : 5 August 2025 Tuesday 2:13 pm

এনামুলের ১৯তম সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক : ঘরোয়া লিগে ব্যাট হাতে নিলেই রানের ফোয়ারা ফোটান এনামুল হক বিজয়। কিন্তু এবারে জাতীয় লিগের প্রথম রাউন্ডে সেই ছাপ রাখতে পারেননি তিনি। তবে গতকাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই সেঞ্চুরি হাঁকিয়ে স্বরূপে ফিরেছেন খুলনা বিভাগের এ ওপেনার।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল ঢাকা বিভাগের বিপক্ষে এনামুল ১১২ রানে রিটার্ড হার্ট হয়ে ফেরেন। জাতীয় লিগের টায়ার ওয়ান ম্যাচের প্রথম দিন শেষে তার নৈপুণ্যে খুলনা বিভাগ করেছে ৬ উইকেটে ২৯০ রান। মেহেদি হাসান মিরাজ অপরাজিত রয়েছেন ৩০ রানে। অন্য প্রান্তে তার সঙ্গী আবদুর রাজ্জাক ৪ রানে। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে গতকাল খুলনার শুরুটা ভালো ছিল না। ১৬ রানের মধ্যেই রবিউল ইসলাম রবি ও মেহেদি হাসানকে হারায় তারা। ঠিক সে সময় তুষার ইমরানকে নিয়ে দলের বিপদে হাল ধরেন এনামুল হক বিজয়। তৃতীয় উইকেটে তারা গড়েন ১৬৬ রানের জুটি। এর মধ্যে ১১২ বলে হাফসেঞ্চুরি আর ১৯৫ বলে সেঞ্চুরির দেখা পান তিনি। এ নিয়ে এ ডানহাতি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯তম সেঞ্চুরি উদ্যাপন করেন।

সেঞ্চুরির পর এনামুল বেশ খেলছিলেন। কিন্তু চা বিরতির পর হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যে কারণে ইনিংসের ৬২তম ওভারের শুরুতেই সাজঘরে উঠে যান। তার আগে ২০৫ বলে ৯ চার ও ৫ ছয়ে তিনি ১১২ রান করেন। আশা করা হচ্ছে আজ সকাল থেকে ব্যাট করতে পারবেন এ ওপেনার।

গতকাল খুলনার হয়ে তুষার ইমরান করেন ১২৪ বলে ৬ চারে ৫৫ রান। ঢাকার হয়ে সুমন খান ও তাইবুর রহমান উইকেট নেন ২টি করে।