Print Date & Time : 21 July 2025 Monday 2:05 pm

এনার্জিপ্যাকের সাবসিডিয়ারি কোম্পানির উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের সাবসিডিয়ারি কোম্পানি ‘এনার্জিপ্যাক পাওয়ার ভেঞ্চার ঠাকুরগাঁও লিমিটেড’ এইচএফও ভিত্তিক ১১৫ মেগাওয়াট স্বতন্ত্র পাওয়ার প্লান্টের (আইপিপি) বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। পাওয়ার প্লান্টটি ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুরের গৌরীপুরে অবস্থিত। প্রাথমিকভাবে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে প্রতিষ্ঠানটির ১৫ বছরের চুক্তি হয়েছে।