Print Date & Time : 27 July 2025 Sunday 9:44 am

‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে ইনডেক্স এগ্রো

নিজস্ব প্রতিবেদক: ‘এন’ থেকে ‘এ’ ক্যাটেগরিতে উত্তীর্ণ হলো বিবিধ খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য আইপিও পরবর্তী শেয়ার হিসেবে উদ্যোক্তা ও পরিচালকদের ব্যতিত কেবলমাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তাই ‘এন’ ক্যাটেগরি থেকে ‘এ’ ক্যাটেগরিতে গেল কোম্পানিটির শেয়ার। ‘এ’ ক্যাটেগরির অধীনে আগামী রোববার থেকে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হবে। উল্লেখ্য যে, কোম্পানিটির মোট চার কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ারের মধ্যে ৮২ লাখ ৫৩ হাজার ৬৪৯টি শেয়ার ধারণ করছে সাধারণ হোল্ডাররা। আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা এবং ৩০ জুন ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৭ পয়সা। আর শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ১৬ টাকা ৮৩ পয়সা (ঘাটতি)।