অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার সঙ্গে স্বাক্ষরিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির (এপিএ) চূড়ান্ত মূল্যায়নে ২০২১-২২ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে কর্মসংস্থান ব্যাংক প্রথম স্থান অর্জন করেছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন ও পরিচালনা পর্ষদের বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন, ব্যাংক ব্যবস্থাপনার সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং মাঠ পর্যায়সহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার এ সাফল্যের বিষয়ে বলেন, প্রতি অর্থবছরে বিভিন্ন কর্মসম্পাদন ক্ষেত্র ও সূচকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের সঙ্গে আমাদের এপিএ স্বাক্ষরিত হয়। এপিএর লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের জন্য নিবিড় তদারকি। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় এ অর্জন সম্ভব হয়েছে।
এ সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। ব্যবস্থাপনা পরিচালক আশা ব্যক্ত করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে কর্মসংস্থান ব্যাংক এপিএর চূড়ান্ত মূল্যায়নে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি