Print Date & Time : 10 September 2025 Wednesday 12:03 pm

এপিএ বাস্তবায়নে পুরস্কৃত হলো আইসিবি

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০২১-২২ অর্থবছরে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান শ্রেণিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দ্বিতীয় স্থান অর্জন করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেনের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে আইসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মো. সুলতান আহমেদ, সহকারী মহাব্যবস্থাপক আহাম্মদ জুলকার নাইন সোহেল এবং অর্থ মন্ত্রণালয় ও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি