এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি পুনরায় প্রথম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটেগরিতে এবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সম্প্রতি মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডি সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এপিএতে প্রথম হওয়ায় বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবরা, বিএইচবিএফসির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি