Print Date & Time : 19 August 2025 Tuesday 12:04 pm

এপিএ বাস্তবায়নে রাকাবের দ্বিতীয় স্থান অর্জন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সঙ্গে এর আওতাধীন দপ্তর ও সংস্থার ২০২১-২২ অর্থবছরে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) চূড়ান্ত মূল্যায়নে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যে ব্যাংকের চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডল ও ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান সংশ্লিষ্ট সব মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের এপিএ টিম, জোনাল ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক ও ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

এ সাফল্য অর্জনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় সভায় ব্যাংকের মহাব্যবস্থাপকরা, প্রধান কার্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান, রাকাবের রাজশাহী স্থানীয় মুখ্য কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক, রাজশাহী বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাকাব এসইসিপির প্রকল্প পরিচালক; রাকাব কর্মচারী সংসদের (সিবিএ) নেতারাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাসরি এবং সব জোনের জোনাল ব্যবস্থাপকরা ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক আশা করেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে রাকাব এপিএ-র মূল্যায়নে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হবে। বিজ্ঞপ্তি