এপ্রিলে ব্রিটেনের অর্থনীতি সংকুচিত হয়েছে রেকর্ড ২০.৪ শতাংশ

469034955

শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইরাসের কারণে পুরো মাস লকডাউন থাকায় গত এপ্রিলে ব্রিটেনের অর্থনীতি ২০ দশমিক চার শতাংশ সংকুচিত হয়েছে। ২০০৮-০৯ সালের বিশ্বমন্দার সময়ের চেয়েও তিনগুণ বেশি সংকুচিত হলো এবার। এর আগে কখনও দেশটি এপ্রিল মাসে এত পতন দেখেনি। ব্রিটেনের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস) এ তথ্য দিয়ে বলেছে, ঐতিহাসিক এ পতনের ধাক্কা লেগেছে সব খাতে। খবর: বিবিসি।

ওএনএস ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রান্তিকের হিসাবও প্রকাশ করেছে। আগের প্রান্তিকের তুলনায় এ প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হয়েছে ১০ দশমিক চার শতাংশ। ওএনএসের কর্মকর্তা জনাথন এথাও বলেন, ‘ব্রিটেনের ইতিহাসে এপ্রিলে এত বড় পতন আর হয়নি। এটি আগের মাসের তুলনায় প্রায় তিনগুণ কম এবং কোভিড-১৯-পূর্ববর্তী সময়ের তুলনায় এটি প্রায় ১০ গুণ কম। এপ্রিলে ফেব্রুয়ারির তুলনায় প্রায় ২৫ শতাংশ ছোট ছিল অর্থনীতি। সব খাতেই এর প্রভাব পড়েছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও গাড়িশিল্পে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

তবে এ কর্মকর্তা বলেন, এপ্রিলে লকডাউনের কারণে অর্থনীতিতে প্রভাব পড়েছে। যেহেতু মে মাস থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে, তাই অর্থনীতির এ বড় পতন স্থায়ী নয়। তাই আসন্ন মাসেই অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াবে।

অর্থমন্ত্রী রিশি সুনাক বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস আমাদের দেশের অর্থনীতিতেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। এ সংকটকালে আমরা যে প্রণোদনামূলক প্রকল্প, ঋণ ও কর হ্রাস কর্মসূচি গ্রহণ করেছি, তাতে হাজার হাজার ব্যবসা বেঁচে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারানো থেকে রক্ষা পেয়েছে। আবার অর্থনীতি চালু হওয়ায় দ্রুতই আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।

২০০৮ সালের মন্দার সময় ওই বছরের ফেব্রুয়ারি থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জিডিপি কমেছিল ছয় দশমিক ৯ শতাংশ। এবার শুধু এপ্রিলেই তার তিনগুণ কমল, যদিও এটি শুধু এক মাসের হিসাব। অবশ্য এপ্রিলে লকডাউনের আগেই ব্রিটেনের অর্থনীতি নিন্মমুখী ধারায় ছিল। চলতি বছরের প্রথম তিন মাসে জিডিপি কমেছিল দুই শতাংশ। এ সময়টায় করোনাভাইরাস বিশ্বব্যাপী শুরু হয়েছিল, যার ধাক্কা স্বল্প পরিসরে পড়েছে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এপ্রিল-জুন প্রান্তিকেও আরও বড় পতন হবে, যা দেশটিকে ভয়াবহ মন্দার দিকে ঠেলে দেবে।