এপ্রিলে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র

 

ক্রীড়া ডেস্ক : ১২তম সাফ চ্যাম্পিয়নশিপের আসর চলতি বছরের সেপ্টেম্বরে বসবে ঢাকায়। তার আগে ১৮ এপ্রিল ড্র অনুষ্ঠিত হবে এশিয়ার বিশ্বকাপ-খ্যাত এ টুর্নামেন্টের। সাফে এবার নিষেধাজ্ঞার কারণে অংশ নিতে পারছে না পাকিস্তান। তবে স্বস্তিতে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। ফ্লাডলাইট সংকটের কারণে এএফসির হোম ম্যাচগুলো সন্ধ্যায় আয়োজন করা সম্ভব হচ্ছে না। সংশয় আছে সাফ চ্যাম্পিয়নশিপে রাতের ম্যাচ নিয়েও। সবশেষ ২০০৯ সালে সাফ চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল বাংলাদেশে। দুইবার ভারত ও একবার নেপাল ঘুরে আবারও এ টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ। সব ম্যাচই হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

প্রায় ছয় মাস আগে নিজেদের চাহিদার কথা বাফুফেকে জানিয়েছে সাফ কর্তৃপক্ষ। এর মধ্যে অনেক বড় ইস্যু ফ্লাডলাইট। জাতীয় ক্রীড়া পরিষদের উদাসীনতায় এখনও আলো বাড়ানোর কোনো উদ্যোগ নেই। সাফের আগে এএফসি কাপে আবাহনীর যে হোম ম্যাচগুলো রয়েছে সেগুলোই দিনের আলোয় আয়োজন করতে বাধ্য হচ্ছে বাফুফে। এ নিয়ে বারবার তাগাদা দেওয়া হচ্ছে এনএসসিকে। তবে কর্তাদের টনক নড়েনি এখনও। তবে আশার খবর, মৌসুম শেষ হওয়ায় আপাতত পরিচর্যার মধ্যে আছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ। সাফের আগেই নাকি সব ঠিক হবে যাবে বলে বিশ্বাস বাফুফে কর্তাদের।