শেয়ার বিজ ডেস্ক: অর্থ পাচার পর্যবেক্ষণ সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ‘ধূসর তালিকা’ থেকে বের হতে মরিয়া পাকিস্তান। এ পরিস্থিতিতে আগামীকাল থেকে ২১ অক্টোবর প্যারিসে বৈঠকে বসছে এফএটিএফ। এ বৈঠকে ইসলামাবাদের জন্য সুখবর থাকতে বলে ধারণা করছেন দেশটির বিশ্লেষকরা। খবর: ডন।
সন্ত্রাসবাদে আর্থিক ও অন্যান্য মদত বন্ধ করতে সংস্থাটি পাকিস্তানকে ৩৪টি শর্ত দিয়েছিল। সেই অ্যাকশন প্ল্যানের সব শর্ত ইসলামাবাদ পূরণ করেছে বলে দাবি করেছে। ওই শর্তগুলোর মধ্যে ২৭টি ছিল সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত ও সাতটি বেআইনি অর্থ পাচারের বিষয়ে।
গত ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পাকিস্তানে সফর করে এফএটিএফ-এর ১৫ সদস্যের একটি দল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইইউ, এশিয়া প্যাসিফিক গ্রুপ (এপিজি) ও অন্য প্রতিনিধিরা পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালে রিপোর্ট জমা দেবেন এবং আলোচনা করবেন। ‘ধূসর তালিকা’ থেকে বের হওয়ার বিষয়ে আশাবাদী পাকিস্তানের কর্তৃপক্ষ।
আর্থিক নিষেধাজ্ঞা কাটাতে পারলে ইসলামাবাদের পক্ষে আন্তর্জাতিক সাহায্য পেতে সুবিধা হবে। তবে একটি মহলের ধারণা, অর্থ পাচার নিয়ে অন্য সদস্য দেশগুলো আপত্তি জানালে প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে। কেননা গত জুনে একবার পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেয়ার গুঞ্জন ওঠে। তবে তা এখনও কার্যকর হয়নি।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, ২০১৮ সাল থেকে এফএটিএফের ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক এই সংস্থার সেই তালিকা থেকে গত চার বছরে বেরোতে পারেনি ইসলামাবাদ। এফএটিএফ বিশ্বে অর্থ পাচার তথা সন্ত্রাসবাদে আর্থিক মদত-সংক্রান্ত বিষয়টিতে নজর রাখে। লস্কর-ই-তইয়্যেবা
ও জইশ-ই-মুহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলোকে অর্থ সহায়তার করার অভিযোগে ২০১৮ সালে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে তারা। এ বিষয়ে সংস্থাটি পাকিস্তান সরকারকে কয়েকবার হুশিয়ার করে। সংস্থাটি জানায়, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়া হবে।