ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের (এফএসআইবিএল) প্রধান কার্যালয়ে গত সোমবার বাংলাদেশ ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংয়ের মধ্যে রাইট শেয়ার ইস্যুর ম্যানেজমেন্টবিষয়ক চুক্তি স্বাক্ষর হয়। এ সময় বিডি ফাইন্যান্স ক্যাপিটালের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা বরুণ প্রসাদ পাল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কায়সার হামিদ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, কোম্পানি সচিব অলী কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
