Print Date & Time : 7 September 2025 Sunday 11:57 pm

এফএসআইবিএল ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মধ্যে চুক্তি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড মিটারের বিল প্রদান বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ উপলক্ষে গত সোমবার বিআরইবির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সচিব মো. আসাফুদ্দৌলা ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরইবির সদস্য মো. খায়রুল হাসান, ফাইন্যান্সিয়াল মনিটরিং ডিরেক্টরেটের পরিচালক মো. হোসাইন পাটোয়ারী, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মার্কেটিং বিভাগের প্রধান মো. ফরিদুর রহমান জালাল প্রমুখ। বিজ্ঞপ্তি