অটোমেটেড চালান সিস্টেম বাস্তাবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের (এফএসআইবিএল) মধ্যে গতকাল চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। অনুষ্ঠানে এফএসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. ফোরকার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক একেএম মহিউদ্দীন আজাদ ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 5 August 2025 Tuesday 10:17 pm
এফএসআইবিএল ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: