Print Date & Time : 8 July 2025 Tuesday 11:39 am

এফডিআইপিপি ইউনিট জাইকা প্রকল্পের ঋণ বিতরণ সেমিনার অনুষ্ঠিত

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের এফডিআইপিপি ইউনিট গত রবিবার তারিখে সিরডাপ মিলনায়তনে জাইকা প্রকল্পের প্রদত্ত ঋণ বিতরণ বিষয়ক একটি সেমিনার আয়োজন করে।

উক্ত সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব মো. খুরশীদ আলম, নির্বাহী পরিচালক জনাব ডঃ মোঃ কবির আহাম্মদ, প্রকল্প পরিচালক জনাব মিজানুর রহমান আকন এর উপস্থিতিতে উক্ত সেমিনার আয়োজিত হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, চেম্বার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জাইকার এ ঋণ বিতরণের প্রক্রিয়া ও এর সুবিধাদি নিয়ে এ সেমিনারে আলোচনা হয়।

এ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ১৯টি প্রতিষ্ঠানকে ৩৫ টি ঋণ বিতরণ করা হয়েছে যা ৩৬৪ কোটি টাকা। এ প্রকল্পের মেয়াদ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এবং ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে মর্মে সেমিনারে আশা প্রকাশ করা হয়।

জাইকা ও বাংলাদেশ সরকারের মধ্যে ২০১৫ সালে এ ঋণ বিতরণ সংক্রান্ত চুক্তি অনুষ্ঠিত হয়।