এফবিসিসিআইতে বিকল্প এডিআর সেন্টার চালু

শেয়ার বিজ ডেস্ক: এফবিসিসিআই বিকল্প বিরোধ নিষ্পত্তি কেন্দ্র এবং এফবিসিসিআই ইনস্টিটিউট গতকাল উদ্বোধন করা হয়। অনলাইন প্ল্যাটফর্ম জুমে সংযুক্ত থেকে এটি উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ও সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাগত বক্তব্যে শেখ ফজলে ফাহিম বলেন, এডিআর সেন্টারের লক্ষ্য হলো স্বল্প খরচে অল্প সময়ে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা। বিভিন্ন দেশের সঙ্গে এলসি নেগসিয়েশন, এলসি পেমেন্ট সমস্যা ইত্যাদি কে ইনস্টিটিউশনাল কাঠামো দেয়ার জন্য গত বোর্ড সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআই ইনস্টিটিউট ও এফবিসিসিআই এডিআর সেন্টারের যাত্রা কার্যক্রম শুরু করেন। বর্তমান এফবিসিসিআই বোর্ড এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এ দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ, ব্যবসা-বাণিজ্য এবং অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ‘ইজ অব ডুইং বিজনেস’-এ স্বল্প সময়ের মধ্যে বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখবে, যা বর্তমানে লাগে গড়ে ৮ বছর। এফবিসিসিআই ইনস্টিটিউট এবং এফবিসিসিআই এডিআরে প্রতিষ্ঠান দুটি ভবিষ্যতে আরও বড় আকারে দেশে এবং দেশের বাইরে এর ফুটপ্রিন্ট রাখবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি বলেন, বর্তমানে এফবিসিসিআই গৃহীত উদ্যোগগুলো পরবর্তী বোর্ডগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে নিতে সাহায্য করবে।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, এফবিসিসিআই ইনস্টিটিউট ও এফবিসিসিআই এডিআর সেন্টারের উদ্যোগ একটি মহতী উদ্যোগ। পরবর্তী নেতৃত্ব এসব মহতী উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবেন। এরই সঙ্গে বাংলাদেশের বিজিনেস কমিউনিটি আন্তর্জাতিকভাবে আরও একধাপ এগিয়ে যাবে।  

ভার্চুয়াল এ অনুষ্ঠানটির সমাপনী বক্তব্যে ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুনতাকিম আশরাফ এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক।