Print Date & Time : 16 September 2025 Tuesday 12:17 am

এফবিসিসিআই সভাপতির সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে গতকাল এফবিসিসিআই আইকন ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয়ই বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এমএ মোমেন, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, সালাউদ্দিন আলমগীর, এমএ রাজ্জাক খান, পরিচালক বজলুর রহমান এবং এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক। বিজ্ঞপ্তি