Print Date & Time : 17 August 2025 Sunday 12:24 am

এবারও ১৪ দল জোটগতভাবে নির্বাচন করবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চাইলে এককভাবে নির্বাচন করতে পারে। শরীকদের গুরুত্ব দেয়, তাই জোটগতভাবে নির্বাচন করে। এবারও ১৪ দল জোটগতভাবেই নির্বাচনে করবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, প্রায় ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনের ঘোষণা দেয়ায় জাতীয় পার্টিকে ধন্যবাদ। জাতীয় পার্টির সঙ্গে ২০০৮ সালে মহাজোটগতভাবে নির্বাচন করেছিলাম। এবারও তাদের সঙ্গে কৌশলগত জোট হওয়ার সম্ভাবনা আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপির কর্মসূচি বলতে চোরাগোপ্তা হামলা করে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা করা। তারা তাদের সন্ত্রাসীদের নামিয়েছে। যারা নেশাখোর, তাদের হাতে টাকা দিয়ে তাদের দিয়েও এগুলো করাচ্ছে। বিএনপি-জামায়াত একটি দুষ্কৃতিকারী সংগঠনে রূপান্তরিত হয়েছে। আমরা দুষ্কৃতিকারীদের দমন করার লক্ষ্যে কাজ করছি, আমরা দুষ্কৃতিকারীদের নির্মূল করতে বদ্ধ পরিপক্ক।

তিনি আরও বলেন, এবার প্রায় ২৭ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারের বাতিলের হারটা একটু বেশি।