Print Date & Time : 13 September 2025 Saturday 8:13 pm

এবার অ্যান্টার্কটিকায় কভিড-১৯

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের সব অঞ্চলে কভিড-১৯ মহামারির তাণ্ডব দেখা গেলেও বাদ ছিল অ্যান্টার্কটিকা মহাদেশ। এবার বরফে ঢাকা এ মহদেশেও থাবা বসিয়েছে কভিড। খবর: বিবিসি।

বিবিসি জানায়, কভিডে আক্রান্ত হয়েছেন মহাদেশটির প্রিন্সেস এলিজাবেথ পোলার স্টেশনের ১৬ জন কর্মী। ওই স্টেশনেই তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তারা সবাই টিকা নিয়েছেন।

আক্রান্তদের অবস্থা উদ্বেগজনক নয় বলে নিশ্চিত করেছে স্টেশন কর্তৃপক্ষ। তবে খবরটি যে উদ্বেগের তা নিয়ে কারও দ্বিমত নেই।

ইন্টারন্যাশনাল পোলার ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার জোসেফ জানিয়েছেন, পরিস্থিতি তেমন উদ্বেগজনক নয়। আক্রান্তদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তারা এখানে থেকে যাওয়ার কথা বলেছেন।

অ্যান্টার্কটিকার প্রথম কভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া যায় গত বছর ১৪ ডিসেম্বর। তখন আক্রান্ত ব্যক্তিকে সেলফ আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এতে পার পাননি অন্যরা। পরবর্তী সময়ে এলিজাবেথ পোলার স্টেশনের আরও কয়েক জন কভিডে আক্রান্ত হন।

পোলার স্টেশনে দুজন চিকিৎসক রয়েছেন। তাদের তত্ত্বাবধানে আক্রান্তদের চিকিৎসা চলছে।

পোলার স্টেশনের তরফ থেকে বলা হয়েছে, আপাতত পোলার স্টেশনে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কভিডে আক্রান্তরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। স্টেশনকে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে।

গত বছর এই তুষারাবৃত মহাদেশে চিলির একটি গবেষণা ঘাঁটিতে কভিড পরীক্ষা করা হয়েছিল। ৩৬ জনের মধ্যে ২৬ জন চিলির সেনাবাহিনী সদস্য ও ১০ জন রক্ষণাবেক্ষণ কর্মীর কভিড পজিটিভ এসেছিল। অ্যান্টার্কটিকায় কোনো আদিবাসী জনসংখ্যা নেই কিন্তু প্রায় ১০০০ গবেষক এবং অন্যান্য পর্যটক শীতকালে এ মহাদেশে আসেন। কভিড যদি এখানে এভাবে হানা দেয়, তাহলে পরীক্ষা-নিরীক্ষায় এক বিরাট বিপর্যয় নেমে আসবে। কেননা বেশ কয়েকটি গবেষণাগারে সর্বক্ষণের জন্য কাজ চলে যারা বিশ্ব-উষ্ণায়ন ও আবহাওয়ার খবর বিশ্বের সব প্রান্তে পৌঁছে দেয়ার জন্য। সে কাজে বিঘœ ঘটলে আবহাওয়ার গতিপথ বদল জানা যাবে না।