Print Date & Time : 6 July 2025 Sunday 3:15 am

এবার আইপিএল নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক: প্রায় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস আতঙ্ক। এর মাঝেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান সৌরভ গাঙ্গুলি কদিন আগেই জানিয়ে ছিলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) যথাসময়েই মাঠে গড়াবে। তবে দেশটির সংবাদমাধ্যম এবিপি নিউজের দাবি, বিশ্বের সবচেয়ে জনপ্রি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি আসর এবার অনুষ্ঠিত নাও হতে পারে।

আগামী ২৯ মার্চ নতুন মৌসুমের আইপিএল মাঠে গড়ানোর কথা। দু’মাসব্যাপী আসরের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা আগামী ২৪ মে। কিন্তু এবিপি নিউজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যদি ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পায় এবং পরিস্থিতির অবনতি হয়, তাহলে আইপিএল বাতিল করা হতে পারে। কারণ, ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে প্রতিযোগিতাটি স্থগিত করে অন্য কোনো সময়ে আয়োজন করা খুবই কঠিন হবে।

এর আগে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের ব্যক্তব্যে আইপিএল বাতিলের শঙ্কা জোরালো হয়। সৌরভের আশ্বাসবাণীর উল্টো সুরে ভারতীয় গণমাধ্যমে তিনি বলেছেন, ‘যখন এক জায়গায় অনেক বেশি লোক জড়ো হয়, তখন রোগ ছড়ানোর আশঙ্কা সব সময় থাকে। এমন ইভেন্ট (আইপিএল) চাইলেই পরেও আয়োজন করা যায়।’

রাজেশ তোপের মন্তব্যের পর ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। কারণ, বিসিসিআই সভাপতি সৌরভ দিন কয়েক আগে জানিয়েছিলেন, আইপিএলের সূচি পাল্টানো হবে না, ‘আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেব। আমি এখনও নিশ্চিতভাবে জানি না সেগুলো কী। চিকিৎসক দল এ ব্যাপারে আমাদের জানাবে। আমাদের চিকিৎসক দল এরই মধ্যে হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করেছে, যেন সবকিছু আমাদের হাতের কাছে থাকে।’