এবার কলকাতায় নিপাহ ভাইরাস

শেয়ার বিজ ডেস্ক: ভারতে কেরালা রাজ্যের সীমা ছাড়িয়ে এবার পশ্চিমবঙ্গের প্রধান শহর কলকাতায় পাওয়া গেল নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী। বেলেঘাটা আইডি-তে নিপাহ আক্রান্ত সন্দেহে এক রোগীকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর: আনন্দবাজার।

হাসপাতাল সূত্রে খবর, ওই ব্যক্তি একজন পরিযায়ী শ্রমিক। সম্প্রতি জ্বর নিয়ে কেরালার এর্নাকুলাম থেকে কলকাতায় ফেরেন তিনি। উপসর্গ সন্দেহজনক হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতে পারে এনআইভি পুনেতে। পরীক্ষার ফল দেখে সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য দপ্তর।

আক্রান্ত ব্যক্তি পূর্ব বর্ধমানের বাসিন্দা। পেশায় পরিযায়ী শ্রমিক। কাজের সন্ধানে তিনি গিয়েছিলেন কেরালায়। সেখানে থেকে ফেরেন জ্বর নিয়ে। জ্বরের সঙ্গে বেশ কিছু উপসর্গ থাকায় তাকে গত ১১ সেপ্টেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। পরে গত মঙ্গলবার তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আক্রান্ত ব্যক্তির দেহে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গের মতো কিছু উপসর্গ থাকায় কলকাতায় নিপাহ সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত এ নিয়ে কিছু বলতে রাজি হননি চিকিৎসকরা।

পশ্চিমবঙ্গে মশাবাহিত রোগ ডেঙ্গু, ম্যালেরিয়া এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এসব রোগ ক্রমেই বাড়ছে। মশাবাহিত রোগের কবল থেকে বাঁচতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের সব পৌরসভা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। একদিকে ডেঙ্গু, ম্যালেরিয়া যখন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তারই মধ্যে নিপাহ ভাইরাসকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের উদ্বেগ বাড়ছে।

জানা গেছে, ২৬ বছর বয়সী ওই ব্যক্তির কয়েক দিন ধরেই তীব্র জ্বর। এছাড়া হাত-পা, গলা ও গায়ে ব্যথা এবং বমি-বমি ভাব রয়েছে। এসব সমস্যা দেখা দেয়ায় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন তিনি।

স্বাস্থ্য দপ্তর সূত্র জানিয়েছে, ওই তরুণের দুই সঙ্গী সম্প্রতি কেরালায় জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই ওই তরুণের ক্ষেত্রে আর কোনো ঝুঁকি নেয়া

হয়নি। তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।