প্রতিনিধি, জামালপুর: রাজধানীর কমলাপুর রেল স্টেনের পর এবার জামালপুরে রেলওয়ের বিভিন্ন অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ৬ দফা দাবিতে জামালপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন চারজন শিক্ষার্থী। গতকাল সোমবার সকাল থেকে জামালপুর টাউন রেলওয়ে জংশন স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেয় ওই চার শিক্ষার্থী।
স্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান নেয়া শিক্ষার্থীরা হলেনÑ খিলগাঁও মডেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ভূইয়া হƒদয় (২৫), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান ও পুলিশ তত্ত্ব বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান রুবেল (২৩), একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রুকনুজ্জামান সীমান্ত (২৪) ও সরকারি ইসলামপুর কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হƒদয় বোস (২২)। শিক্ষার্থীরা জানান, রেলওয়ের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, টিকিট কালোবাজারিসহ অন্যান্য অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবিতে তাদের অবস্থান। কর্মসূচি পালন করছে চার শিক্ষার্থী।