ক্রীড়া প্রতিবেদক: তামিম ইকবালের ইনজুরিতে কপাল খুলেছে মুমিনুল হকের। তিন বছর পর এবার টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। সব কিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে দেখা যাবে তাকে।
দেশের জার্সিতে মুমিনুল সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৪ বিশ্বকাপে। এর পর থেকেই তিনি বনে গেছেন শুধুই একজন টেস্ট ব্যাটসম্যান হিসেবে। এর মাঝে অবশ্য দু-একটি ওয়ানডে ম্যাচে দেখা গেছে এ বাঁহাতিকে।
অথচ একজন সেরা ব্যাটসম্যানের সব গুণই রয়েছে মুমিনুলের মধ্যে। ২২ গজে তার প্রমাণও দিয়েছেন তিনি। তারপরও কোনো অদৃশ্য কারণে টাইগার এ বাঁহাতি ব্যাটসম্যানকে থাকতে হয় রঙিন পোশাকের বাইরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও রয়েছেন মুমিনুল হক। কিন্তু এখনও রঙিন পোশাকে এ সিরিজে মাঠে নামা হয়নি তার। তামিম ইনজুরিতে পড়ায় আজ হয়তো এ ফরম্যাটে দেখা যাবে তাকে। তারপরও শঙ্কা থাকছে টি-টোয়েন্টি একাদশে এ বাঁহাতির জায়গা পাওয়া নিয়ে।