শেয়ার বিজ ডেস্ক : এয়ার ইউরোপার স্পেনের মাদ্রিদ থেকে উরুগুয়েগামী একটি ফ্লাইট মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়ে ব্রাজিলে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটির অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। খবর: সিএনএন।
স্প্যানিশ উড়োজাহাজ সংস্থাটি গত সোমবার এক্স পোস্টে জানায়, মাদ্রিদ থেকে উরুগুয়ের মোন্তেভিদেওর উদ্দেশে রওনা দিয়েছিল ফ্লাইট ইউএক্স ০৪৫। যাত্রাপথে ফ্লাইটটি মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। এ কারণে ফ্লাইটটিকে ব্রাজিলের নাটাল বিমানবন্দর অভিমুখে ঘুরিয়ে দেয়া হয়।
এয়ার ইউরোপার পক্ষ থেকে আরও বলা হয়, ফ্লাইটটি স্বাভাবিকভাবে ব্রাজিলের বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের মধ্যে যারা আঘাত পেয়েছেন, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
উড়োজাহাজের গতিবিধি অনুসরণের (ফ্লাইট ট্র্যাকিং) ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যমতে, ঝাঁকুনির কবলে পড়া উড়োজাহাজটি একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ছিল। এয়ার ইউরোপার ওয়েবসাইটের তথ্যমতে, উড়োজাহাজটি ৩৩৯ যাত্রী বহনে সক্ষম।
ম্যাক্সিমিলিয়ানো নামের এক যাত্রী বলেন, মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির সময় যাদের সিটবেল্ট বাধা ছিল না, তারা উড়োজাহাজের ছাদের অংশে গিয়ে আঘাত খান। এতে তারা আহত হন। আর যাদের সিটবেল্ট বাঁধা ছিল, তারা অতটা আঘাত পাননি।
স্টেভান নামের আরেক যাত্রী বলেন, আহত ব্যক্তিরা হাত, মুখ ও পায়ে আঘাত পেয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০ জন। যাত্রীরা বেশ ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ভেবেছিলাম, আমরা সেখানে মারা যাব। কিন্তু স্রষ্টাকে ধন্যবাদ, তেমনটা হয়নি।
স্প্যানিশ উড়োজাহাজ সংস্থাটি বলছে, ব্রাজিলে আটকে পড়া এই যাত্রীদের নিয়ে উরুগুয়ে যাওয়ার জন্য অন্য একটি উড়োজাহাজ মাদ্রিদ থেকে রওনা হবে।
প্রসঙ্গত, গত ২১ মে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আকাশে প্রতিক‚ল পরিস্থিতির কবলে পড়ে। এর যাত্রীরা বলেন, তীব্র ঝাঁকুনির সময় উড়োজাহাজের ভেতরে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচণ্ড ঝাঁকুনিতে উড়োজাহাজের ভেতরে যাত্রীরা এক জায়গা থেকে আরেক জায়গায় ছিটকে পড়েছিলেন। মালামালগুলোরও একই অবস্থা হয়েছিল। এ ঘটনায় এক যাত্রী মারা যান। আহত হন আরও বেশ কয়েকজন যাত্রী। উড়োজাহাজটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে সিঙ্গাপুর যাচ্ছিল। পথ পাল্টে সেটিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবতরণ করানো হয়। আহত যাত্রীদের ১০ হাজার থেকে ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইনস।