এবার দ্বৈত চরিত্রে ফিরছেন ঐশ্বরিয়া

শোবিজ ডেস্ক: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দীর্ঘদিন ধরে সিনেমায় অনিয়মিত। এবার তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এটি পরিচালনা করবেন মনি রতœম। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এ বিশ্ব সুন্দরী। সিনেমাটি তৈরি হবে তামিল ভাষায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস পুণ্যিয়ানি সেলবান অবলম্বনে। এটি লিখেছেন কল্কি কৃষ্ণমূর্তি। চোলা সাম্রাজ্যের রাজা অরুলমোজি বর্মণের জীবনী নিয়ে উপন্যাসটি লেখা হয়েছে। এতে আরও অভিনয় করবেন চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, অথর্ব মুরালি, নাসের, আর পার্থিবন, শরৎকুমার, নয়নতারা, আনুশকা শেঠি, কীর্তি সুরেশ, অমলা পাল এবং রাশি খান্না প্রভৃতি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অমিতাভ বচ্চনকে দেখা যেতে পারে। সিনেমার গল্পটি ১০ শতকের। তখনও রাজা চোলা সিংহাসনে বসেননি। ঐশ্বরিয়াকে চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইয়ারের স্ত্রী নন্দিনী চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি ক্ষমতালোভী ও তার চরিত্রটি খুবই রহস্যময়। তিনি চোলা সাম্রাজ্যের পতনের জন্য স্বামীকে ব্যবহার করে যড়যন্ত্র করেন। কারণ তিনি চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন। এ সম্পর্কে ঐশ্বরিয়া বলেন, এ সিনেমায় আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। পরিচালক আমার গুরু। আমার প্রথম সিনেমায় তার সঙ্গে কাজ করেছি। কাজের ক্ষেত্রে আমাদের সম্পর্কও বেশ ভালো। আশা করি সিনেমাটি ভালো হবে। সর্বশেষ ২০০৮ সালে আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় যোধা আকবর এবং ২০১৬ সালে করণ জোহরের অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় অভিনয় করেছিলেন। উল্লেখ্য, ১৯৯৭ সালে ইরুভার সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমাটি পরিচালনা করেন মনি রতœম। এরপর এ নির্মাতার ২০০৭ সালে গুরু এবং ২০১০ সালে রাবণ সিনেমায় অভিনয় করেছেন তিনি।