এবার নতুন চরিত্রে নুসরাত ফারিয়া

 

শোবিজ ডেস্ক: ঢাকা ২০৪০ সিনেমাটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। এ সিনেমার নতুন একটি চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। তবে চরিত্রটি সম্পর্কে এতদিন কোনো তথ্য জানানো হয়নি। এ সম্পর্কে নুসরাত ফারিয়া বলেন, ঢাকা ২০৪০ সিনেমায় একজন গবেষকের ভূমিকায় অভিনয় করছি। সিনেমাটি ঢাকা অ্যাটাকের সিকুয়েল। এটির স্ক্রিপ্ট সুন্দর এবং আমার চরিত্রটিও বেশ ভালো লেগেছে। তিনি আরও বলেন, কিছুদিন আগে ‘বিবাহ অভিযান’ সিনেমার প্রিমিয়ারে অংশ নিতে কলকাতা গিয়েছিলাম। এটি বাংলাদেশেও মুক্তি পাবে। আমরা এটির প্রচারের পরিকল্পনা করছি। সিনেমাটির পুরো টিমের সঙ্গে কাজ করে মুগ্ধ আমি। টিমের সঙ্গে শুটিং করতে দারুণ লেগেছে। আমার চরিত্রটি পছন্দ হয়েছে। একজন স্মার্ট ও কোমল হƒদয়ের মেয়ের চরিত্রে কাজ করেছি। অঙ্কুশের সঙ্গে পর্দায় কাজ করতে খুবই মজা লেগেছে। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ) প্রযোজিত কমেডি ধাঁচের গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন বিরসা দাশ গুপ্ত। প্রথমে এ সিনেমায় মিমি চক্রবর্তীর অভিনয় করার কথা থাকলেও নির্বাচনের জন্য সিনেমা থেকে সরে গিয়েছিলেন তিনি। পরে অঙ্কুশের বিপরীতে প্রস্তাব দেওয়া হয় আমাকে। এতে আরও অভিনয় করেন অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার ও সোহিনী সরকার। অঙ্কুশ ও রুদ্রনীলকে দেখা গেছে মূল দুটি চরিত্রে বন্ধুর ভূমিকায়। অনির্বাণ ভট্টাচার্যকে দেখা গেছে ডাকাতের ভূমিকায়।