Print Date & Time : 16 August 2025 Saturday 11:50 pm

এবার বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর

প্রতিনিধি, কুষ্টিয়া: বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার পর এবার কুষ্টিয়া কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় উপজেলার কয়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত ভাস্কর্যে ভাঙচুর করা হয়। ২০১৬ সালের ৬ ডিসেম্বর কুমারখালী উপজেলা প্রশাসনের উদ্যেগে ভাস্কর্যটি নির্মাণ করা হয়।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্যের নাক ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।

কুষ্টিয়া পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, এ ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলার দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ব্রিটিশবিরোধী বিপ্লবী নেতা। তিনি বাঘা যতীন নামেই সবার কাছে সমধিক পরিচিত। ভারতে ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতাও ছিলেন।

এর আগে গত ৪ ডিসেম্বর দিবাগত রাতে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।