এভারটনের বিপক্ষে চেলসির জয়

ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দ্বিতীয় জয় পেলো চেলসি। স্টামফোর্ড ব্রিজে তারা এভারটনকে ২-০ গোলে হারিয়েছে। চেলসির হয়ে গোল দুটি করেছেন দুই স্প্যানিশ ফুটবলার আলভারো মোরাতা ও সেস ফ্যাব্রিগাস।

ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য ধরে রাখে চেলসি। প্রথমার্ধে দুটি গোলই পেয়ে যায় গত মৌসুমের চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৭ মিনিটে সেস ফ্যাব্রিগাসের গোলে এগিয়ে তারা। আর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা।

এ জয়ের পরও ইপিএলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানেই রয়েছে চেলসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে দুটিতে জিতেছে। আর এতে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৬-এ।

পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোর দল তিন ম্যাচের তিনটিতেই জয়লাভ করেছে। তাদের পয়েন্ট ৯। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিভারপুল। একই পয়েন্ট হলেও গোল ব্যবধানে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে হাডার্সফিল্ড ও ম্যানচেস্টার সিটি।