Print Date & Time : 2 September 2025 Tuesday 9:48 am

এভারেস্টের চূড়ায় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বানাল চীন

শেয়ার বিজ ডেস্ক: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে চীন। খবর: সাউথ চায়না মর্নিং পোস্ট।

গত বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বৈজ্ঞানিক অভিযাত্রী দলের সদস্যরা মাউন্ট এভারেস্টে সফলভাবে বিশ্বের সবচেয়ে উঁচু আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি নির্মাণ করেন। আবহাওয়াবিদ ও অভিযাত্রীদের নিয়ে গঠিত পাঁচটি দল সম্মিলিতভাবে ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এভারেস্ট শীর্ষের অদূরে ৮ হাজার ৮৩০ মিটার উচ্চতায় ওই স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি নির্মাণ করে। ৫ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত এভারেস্টের নর্থ ফেস বেস ক্যাম্প থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ ও পরিচালনা করেন চীনের আবহাওয়া বিজ্ঞান দপ্তরের কর্মকর্তারা।

অভিযানে ১৬টি দলের মোট ২৭০ বিজ্ঞানী ও অভিযাত্রী অংশ নেন। শীর্ষে পৌঁছানো মূল দলে ছিলেন ১২ জন। উল্লেখ্য, এভারেস্টের দক্ষিণ ঢাল রয়েছে নেপালের দিকে, আর উত্তর ঢাল রয়েছে চীন অধিকৃত তিব্বতের দিকে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে এভারেস্টের চীন-নেপাল সীমান্তের কাছাকাছি।