Print Date & Time : 4 August 2025 Monday 3:47 pm

এভারেস্টের চূড়ায় করোনায় আক্রান্ত দুই শতাধিক

শেয়ার বিজ ডেস্ক: এভারেস্টের চূড়ায় বেড়ে চলছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের সাউথ বেস ক্যাম্পে অবস্থান করা পর্বতারোহী ও তাদের সহযোগী শেরপাদের মধ্যে অন্তত দুই শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত পর্বতারোহী লুকাস ফারটেনবাচ। পর্বতারোহীদের সহায়তাকারী বাণিজ্যিক সংস্থা ফারটেনবাচ অ্যাডভেঞ্চারের কর্ণধারও তিনি। খবর: গার্ডিয়ান।

গত শনিবার লুকাস ফারটেনবাচ বলেন, ‘আমার হিসাবমতে, এ মুহূর্তে সাউথ বেস ক্যাম্পে অন্তত ১৫০ থেকে ২০০ করোনা পজিটিভ রোগী আছেন। সংখ্যাটি আরও বেশিও হতে পারে। আমার নিজের সংস্থার একজন গাইড ও ছয় শেরপা সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন।’

নেপালের স্বাস্থ্য বিভাগ অবশ্য জানিয়েছে, ফারটেনবাচের অভিযোগ সঠিক নয়। দেশটির স্থানীয় স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক আরতিমায়া তামাং জানিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী নিয়মিত মাউন্ট এভারেস্ট ও হিমালয়ের অন্যান্য পর্বত অভিযানে অংশ নেয়া ৭৭ শেরপা করোনায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে করোনায় আক্রান্ত হওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই। তবে ফরটেনবাচ নিজের অভিযোগের ব্যাপারে অনড়। ডেইলি মেইলকে তিনি বলেন, ‘উদ্ধারকারী বিমানচালক, ইনস্যুরেন্স কোম্পানি, ডাক্তার ও বিভিন্ন অভিযাত্রী দলের দলনেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জেনেছি আমি। আমার কাছে এই অভিযোগের পক্ষে প্রমাণও আছে।’ প্রায় এক বছর বন্ধ রাখার পর চলতি বছর এভারেস্ট অভিযাত্রীদের ফের অভিযানের অনুমতি দিয়েছে নেপালের সরকার। মহামারির কারণে এ বছর ৪০৮ অভিযাত্রীকে এভারেস্টে আরোহণের অনুমতি দেয়া হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, বিদেশের যেসব দল মাউন্ট এভারেস্ট অভিযানে অংশ নেবেন, তাদের অবশ্যই নেপালে পৌঁছানোর পর তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে, পাশাপাশি করাতে হবে আরটি-পিসিআর টেস্ট।