এমএল ডায়িংয়ের লেনদেন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা এমএল ডায়িংয়ের লেনদেন আজ শুরু হবে। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই দিনে লেনদেন শুরু করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে বিষয়টি জানা গেছে।
কোম্পনিটি পুঁজিবাজারে দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করেছে, যা দিয়ে যন্ত্রপাতি এবং কলকব্জা ক্রয় ও স্থাপনের জন্য এবং আইপিও প্রক্রিয়ার খরচও এ অর্থ থেকে ব্যয় করে কোম্পানিটি।
এদিকে লেনদেন শুরু হতে যাওয়া এমএল ডায়িংয়ের ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ৯ মাসের প্রকাশ করেছে। কোম্পানিটির ২০১৭-১৮ অর্থবছরের ৯ মাসে নিট মুনাফা হয়েছে ১৬ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকা। আর শেয়ারপ্রতি ইপিএস হয়েছে এক টাকা ১৯ পয়সা। আগের বছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১৬ কোটি ৭৮ লাখ টাকা। আর ইপিএস ছিল এক টাকা ২০ পয়সা।
চলতি বছরের ৩০ জুন এমএল ডায়িংয়ের শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৯১ পয়সা।