Print Date & Time : 27 August 2025 Wednesday 3:15 am

এমটিবির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ক্রয়-বিক্রয়ের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের(এমটিবি) উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন ২০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। অন্যদিকে কোম্পানির আরেক পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী এই শেয়ার কিনবেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির কর্পোরেট উদ্যোক্তা অ্যাসোসিয়েটেড বিল্ডার্সের কাছে মোট ৮৩ লাখ ৬৩ হাজার ১১০টি শেয়ার আছে। এর মধ্যে থেকে প্রতিষ্ঠানটি ২০ লাখ শেয়ার বেচবে। কোম্পানির পরিচালক রাশেদ আহমেদ চৌধুরী উল্লেখিত পরিমাণ শেয়ার কিনবেন।

এমটিবির উদ্যোক্তা ও পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা -বেচা করতে পারবে।