মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৩’ উদ্যাপনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’-এর পৃষ্ঠপোষকতা করেছে। টাইটেল স্পন্সর হিসেবে এমটিবি বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটনকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফেস্টিভ্যালটির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ ফেস্টিভালটি দেশের পর্যটন পণ্য, সেবা ও সুস্বাদু খাবারকে তুলে ধরার জন্য সাজানো হয়েছে। এই ফেস্টিভ্যালে বা উৎসবে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস, বিনোদন পার্ক, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর এবং ট্যুর গাইডসহ ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি