Print Date & Time : 9 September 2025 Tuesday 4:03 pm

এমটিবির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফেস্টিভাল আয়োজিত

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৩’ উদ্যাপনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক আয়োজিত ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’-এর পৃষ্ঠপোষকতা করেছে। টাইটেল স্পন্সর হিসেবে এমটিবি বাংলাদেশের সংস্কৃতি ও পর্যটনকে সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ফেস্টিভ্যালটির উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ ফেস্টিভালটি দেশের পর্যটন পণ্য, সেবা ও সুস্বাদু খাবারকে তুলে ধরার জন্য সাজানো হয়েছে। এই ফেস্টিভ্যালে বা উৎসবে হোটেল, রিসোর্ট, এয়ারলাইনস, বিনোদন পার্ক, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর এবং ট্যুর গাইডসহ ১৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি