Print Date & Time : 27 July 2025 Sunday 9:45 am

‘এমটিবি ইয়াকিন’ নামে ইসলামিক ব্যাংকিং সেবা চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি ব্যাংকিং সমাধান ‘এমটিবি ইয়াকিন’ উদ্বোধন করে। এমটিবি শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শেখ কামালুদ্দিন আবদুল্লাহ জাফরি এক ভার্চুয়াল অনুষ্ঠানে এটির উদ্বোধন করেন। এ সময় ভার্চুয়ালি প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন এমটিবির স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার। এছাড়া যুক্ত ছিলেন ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরির ব্যবস্থাপনা পরিচালক ডা. সোফিয়া আজমি, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হোসেন, শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য শেখ শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ ও এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তি