মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) ও জীবন বীমা করপোরেশনের মধ্যে সম্প্রতি জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে দেশব্যাপী প্রিমিয়াম কালেকশন সার্ভিসবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলামের উপস্থিতিতে এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান ও জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক আব্বাস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া এমটিবির ইভিপি মো. আনিসুর রহমান, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও
ট্রানজেকশন ব্যাংকিং মোহাম্মদ আশিক ইকবাল খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি